করোনা
দেবাশীষ মাহাতো
আজ বিশ্ববাসী আতঙ্কে
মরনকামড় মহামারির জলন্তে।।
গৃহবন্দী লোকডাউনের নেশা
সুন্দর মনোভূমিতে হয় অঙ্কিত ভাষা ।।
এ এক ছন্দের জাদুকরী,
মায়াময় প্রলেপ বুননে ঠাসা ।।
মালিকের বিকেল,
লোকডাউন এও দৌড়ে বেড়ায়
আমার বিকেল,
গৃহবন্দী গ্রামের পাড়ায়।।
আবার ,
মালিকের বিকেল, সন্ধ্যে হলে ধোঁয়ায় মরে।
আমার বিকেল, সন্ধ্যে হলে পাখিরা ফিরে নীড়ে।।
মাতৃভূমির অধিক জনসংখ্যা
না জানে লোকডাউন
না জানে ভাইরাস।।
মৃত্যুতে জীবন্ত প্রায়
বিলিয়ে দিতে বিশ্বাস।
খাদ্যাতিরিক্ত মানুষ আজ বেশি ক্ষুধার্ত।
অনন্থ ক্ষুধাতুরা আরহ করে আর্ত।।
বাস্তবে এদের না আছে অর্থ,
না আছে স্বার্থ ।।
এখন এরা আমাদের আড়ালে করে ইতস্তত ।।
বিনা যুদ্ধে, বিনা নোটিসে,
পুরো বিশ্ব আজ গৃহবন্দী।।
একেই বলে ঈশ্বরের লীলা
ভক্তি প্রেমে করুন মানুষ আজ ঈশ্বরের ভজনা।।
হৃদ আশায় আলো .......
ফুটুক কলি ।।
জীবনের ইতিবৃত্তে
মহাকালের যাত্রায়
বিশ্ববিধাতাকে দাও
অঞ্জলি ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন