পামর আমি
দেবাশীষ মাহাতো
আমি
আজ ক্ষুদ্ধ হৃদয়ে
বদ্ধ মনে ।
আলোকিত করি তাহারে
নিঃস্বার্থে স্বচ্ছলে।।
মধুর প্রেমের ন্যায়
জোরালো বাণী
কোথা থেকে খুঁজে আনি।।
সে ধূলা মোড়াই
নির্মম এক অন্তরে
ভেবে অঙ্গ জুড়ায় কাতরে।।
প্রেম ফোটে উঠে
কুলসিত ধোয়ায়
নরম দূর্বাঘাসেI
অন্তরে বেদম দোলা আসে।।
পামর আমি,
নিঃস্বার্থে স্বজন হারায়
স্বার্থে প্রিয়জনে ব্যাথ্যা ধরায়।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন