bengali poetry
প্রহর
দেবাশীষ মাহাত
অলস সূর্য দেয় আমার ঘুম ভাঙিয়ে ঘু
মের আলিস যায় স্তব্ধ হয়ে ।।
স্বপ্নে ভাসে সুন্দর সকাল
ঘুম থেকে ওঠায় হয় অকাল ।।
চোখে দেখে আর মনে চায় সবুজারণ্য
গাছপালা দেখে শুরু হয় প্রভাতের সভারণ্য ।।
অহেতুক বেলা বয়ে যায়
সময় বলে মাঠে আয় ।।
প্রহর গোনে প্রহর নামে
চোখ যায় বারে বারে অদৃশ্য আমে ।।
আসে এক জলসা দুপুর
তালেতালে বাজনা বাজে নুপুরের ।।
এতে তো আর মানে না মন
মোর খোঁজ নিতে আসে কয়জন ।।
পারি না আর বাড়িতে থাকতে
বাধ্যানচিত করে দুপুর আমায় রাখতে ।।
ভালো লাগে না আমার
প্রাকৃতিক সৌন্দর্য ছাড়ার ।।
না দেখাতে তিক্তে তিক্তে কাটে মুহূর্তে
মোর বেলা যায় কবলানিতে ।।
আসে এক সুন্দর বিকেল
আমার মাঠে যাওয়ার প্রক্কেল ।।
প্রহরখানি কাটে নানান বন্ধুকে নিয়ে
স্বপ্ন দেখে
ভীষণ আশা প্রত্যাশা দিয়ে ।।
নানান গাছগাছালি ঝোপের প্রাদুর্ভাব
আনন্দ রসদে মেতে ওঠে মনোভাব ।।
কেটে যায় আমোদ-প্রমোদের খেলাতে
প্রেম শুরু হয় গৌধুলি বেলাতে ।।
অপূর্ব সাংগতিক মূর্ছনায় আসে
চাঁদের আলোর সুভারম্ভে পৃথিবী হাসে ।।
আমার মন মেতে ওঠে মুগ্ধতাই
এক স্বর্গপুরী রাজকন্যার সহায়তাই ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন