সেই অবকাশে
সম্মুখে মোর স্মৃতি
আঁখির ও ভুবনের প্রতি
ঝিরি ঝিরি বৃষ্টি নামে
মোর দেহ উঠে শিরশিয়ে
দেখছি বানানো প্রহরখানি
কাছে আসাতে উথলে উঠে ,
বুকের পাজরখানি
আজ গ্রাসীত মোর কণ্ঠধনী
আর ,
উদভ্রান্ত আমার মনবিকাশ
না যাচাই আসিস কেন?
হায়!
এ কি মোর ভাগ্যের ফসল
না, তোরে ইচ্ছারম্ভী
ও মায়াজালের খেলা নাহি
পারি বুঝিতে ।।
কিন্তু আমার চোখ ত ভিন্ন
কিছু দেখে ...
সেই অবকাশের ও উত্তর
মিলেনাহি
আমি এখন করি কি
গো প্রিয়
তুমি বরং না দেখা , দিলেই.....
আমি বেশ শ্রেয়!
তোরে বিরহ সাক্ষাতেই আজ
আরো বেশি ক্ষয়ছি ......
ক্ষননিত অবকাশকে সঙ্গী হয়ে,
বলি গো বারংবার
"শুধু তুমি" ভালো থেকো।।
দেবাশীষ মাহাতো
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন