পামর আমি
Poetry
New Bangla poetry, by-দেবাশীষ মাহাতো
বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২১
( bengali poetry )পামর আমি
মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১
( bengali poetry ) নদী
bengali poetry
নদী
দেবাশীষ মাহাত
|

বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২১
BengaliPoetry করোনা
করোনা
দেবাশীষ মাহাতো
সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০২১
প্রহর
bengali poetry
প্রহর
দেবাশীষ মাহাত
অলস সূর্য দেয় আমার ঘুম ভাঙিয়ে ঘু
মের আলিস যায় স্তব্ধ হয়ে ।।
স্বপ্নে ভাসে সুন্দর সকাল
ঘুম থেকে ওঠায় হয় অকাল ।।
চোখে দেখে আর মনে চায় সবুজারণ্য
গাছপালা দেখে শুরু হয় প্রভাতের সভারণ্য ।।
অহেতুক বেলা বয়ে যায়
সময় বলে মাঠে আয় ।।
প্রহর গোনে প্রহর নামে
চোখ যায় বারে বারে অদৃশ্য আমে ।।
আসে এক জলসা দুপুর
তালেতালে বাজনা বাজে নুপুরের ।।
এতে তো আর মানে না মন
মোর খোঁজ নিতে আসে কয়জন ।।
পারি না আর বাড়িতে থাকতে
বাধ্যানচিত করে দুপুর আমায় রাখতে ।।
ভালো লাগে না আমার
প্রাকৃতিক সৌন্দর্য ছাড়ার ।।
না দেখাতে তিক্তে তিক্তে কাটে মুহূর্তে
মোর বেলা যায় কবলানিতে ।।
আসে এক সুন্দর বিকেল
আমার মাঠে যাওয়ার প্রক্কেল ।।
প্রহরখানি কাটে নানান বন্ধুকে নিয়ে
স্বপ্ন দেখে
ভীষণ আশা প্রত্যাশা দিয়ে ।।
নানান গাছগাছালি ঝোপের প্রাদুর্ভাব
আনন্দ রসদে মেতে ওঠে মনোভাব ।।
কেটে যায় আমোদ-প্রমোদের খেলাতে
প্রেম শুরু হয় গৌধুলি বেলাতে ।।
অপূর্ব সাংগতিক মূর্ছনায় আসে
চাঁদের আলোর সুভারম্ভে পৃথিবী হাসে ।।
আমার মন মেতে ওঠে মুগ্ধতাই
এক স্বর্গপুরী রাজকন্যার সহায়তাই ।।
রবিবার, ৩১ জানুয়ারী, ২০২১
সেই অবকাশে
সেই অবকাশে
সম্মুখে মোর স্মৃতি
আঁখির ও ভুবনের প্রতি
ঝিরি ঝিরি বৃষ্টি নামে
মোর দেহ উঠে শিরশিয়ে
দেখছি বানানো প্রহরখানি
কাছে আসাতে উথলে উঠে ,
বুকের পাজরখানি
আজ গ্রাসীত মোর কণ্ঠধনী
আর ,
উদভ্রান্ত আমার মনবিকাশ
না যাচাই আসিস কেন?
হায়!
এ কি মোর ভাগ্যের ফসল
না, তোরে ইচ্ছারম্ভী
ও মায়াজালের খেলা নাহি
পারি বুঝিতে ।।
কিন্তু আমার চোখ ত ভিন্ন
কিছু দেখে ...
সেই অবকাশের ও উত্তর
মিলেনাহি
আমি এখন করি কি
গো প্রিয়
তুমি বরং না দেখা , দিলেই.....
আমি বেশ শ্রেয়!
তোরে বিরহ সাক্ষাতেই আজ
আরো বেশি ক্ষয়ছি ......
ক্ষননিত অবকাশকে সঙ্গী হয়ে,
বলি গো বারংবার
"শুধু তুমি" ভালো থেকো।।
দেবাশীষ মাহাতো
শনিবার, ৩০ জানুয়ারী, ২০২১
স্বার্থ
স্বার্থ
দেবাশীষ মাহাত

শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০২১
আবেগ
bengali poetry
আবেগ
বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০২১
অতীত
bengali poetry
অতীত
দেবাশীষ মাহাত
ছিলাম আমি বিলাসবহুলতাই
আসা ছিল
কল্পনাপ্রবণ
মোর সুয়াদ ছিল অফুরন্ত
তখন ছিলাম আমি
অট্টালিকার
প্রাসাদপুরে
ক্ষণে ক্ষণে ভাবনাতে থাকতো
মোর তটলগহ্বরের স্বপ্ন
মোর সেই ভাবনাতেই প্রবাসী
ছিলে শুধু তুমি .......
তখন প্রাকৃতিক সৌন্দর্যই
এনে দিতো তোমার-
আমার
সেই কীর্তিম
বিলাসিতার
অন্তরালে অসীম প্রেমের
বহরখানা........
আমি হতাম ধন্য তোমার
আলিঙ্গনে .......
হায় ...হায় ..হায় ...প্রিয়
এখন মোর দিন কাটছে বেশ
বিষণ্ণতায় ........ কই
এখন আর ত তুমি
নও তুমিতে........
কোথায় তুমি .......?
আমি আছি .....
সেই ততলগহ্বরের
অদৃশ্য নির্জনতায় .........
প্রিয় তবু ভালোবাসি গো
তোমারে .................
মনোসৌন্দর্
bengali poetry
মনোসৌন্দর্
আমার মনে দেখে নাকো সৌন্দর্য ,
তোমার
দেখেছিল মনের আধ্যাতিকতা ঠাঁই
খুঁজে বেড়াই মোর,
অভ্যন্তরীকতাই
গাছপালা গুলো উঁকি দিচ্ছে
সেই অদৃশ্য প্রেমাচ্ছিন্নতে
চলতি প্রেমের বসদে
আমি হতাম প্রজ্জ্বলিত।।
শুধু ঈশ্বর,আমি,তুমী নই
প্রাকৃতিকসৌন্দর্য ও মোর,
নিছক প্রেমের কাহিনী সই
তবে কি আজ আমি, একাকীর্ত!
সেই দিন যে এখন বিরত।
তা কি স্বপ্ন ছিল
প্রাসাদপুরী রাজকন্যার ।
কোনোদিনও বারী স্তদ্ধ হবে নাকো ,
আঁখির
যারে ফিরি অজ্ঞান ,
তুই যারে ফিরি বাসায়
পালিলাম জ্ঞাত সুখ,
পালিলাম কালে
মাতৃভাষার রুপখানি মোর প্রেম,
আজ পূর্ণখনিজালে।
দেবাশীষ মাহাতো
-
bengali poetry নদী দেবাশীষ মাহাত বৃষ্টি ভেজা দিনে জলাচ্ছন্ন নদী পাড়ি দেয় সৌমুদ্রের ধারে।। খেয়াল...
-
bengali poetry প্রহর দেবাশীষ মাহাত অলস সূর্য দেয় আমার ঘুম ভাঙিয়ে ঘু মের আলিস যায় স্তব্ধ হয়ে ।। স্বপ্...
-
করোনা দেবাশীষ মাহাতো আজ বিশ্ববাসী আতঙ্কে মরনকামড় মহামারির জলন্তে।। গৃহবন্দী লোকডাউনের নেশা সুন্দর মনোভূমিতে হয় অঙ্কিত ভাষা ।...
( bengali poetry )পামর আমি
পামর আমি দেবাশীষ মাহাতো আমি আজ ক্ষুদ্ধ হৃদয়ে বদ্ধ মনে । আলোকিত করি তাহারে নিঃস্বার্থে স্বচ্ছলে।। মধুর প্রেমের ন্যায়...
