bengali poetry
আবেগ
বয়সটা ছিল অনেক কম
ইচ্ছাটা তো ভীষণ
ভাবনাতেও বেশকিছু
কিন্তু
বাস্তবটা তো সবই উগরে দেয়
অভ্যন্তরে ধাক্কাটা লাগে চরম
এখন তো বেড়েছে বয়সটা
বর্তমান করেছে আমায় বিক্ষিপ্ত
তবে কি আমি নষ্ট?
ক্ষনে ক্ষনে দিচ্ছে জবাব প্রহর
আমি পারি না
আমার মনকে মারতে
আমি পারি কেবলমাত্র
মোর আবেগ কে ভালোবাসতে
আমি আমার আবেগ কে
নিয়েই থাকি খুশি
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন