bengali poetry
অতীত
দেবাশীষ মাহাত
ছিলাম আমি বিলাসবহুলতাই
আসা ছিল
কল্পনাপ্রবণ
মোর সুয়াদ ছিল অফুরন্ত
তখন ছিলাম আমি
অট্টালিকার
প্রাসাদপুরে
ক্ষণে ক্ষণে ভাবনাতে থাকতো
মোর তটলগহ্বরের স্বপ্ন
মোর সেই ভাবনাতেই প্রবাসী
ছিলে শুধু তুমি .......
তখন প্রাকৃতিক সৌন্দর্যই
এনে দিতো তোমার-
আমার
সেই কীর্তিম
বিলাসিতার
অন্তরালে অসীম প্রেমের
বহরখানা........
আমি হতাম ধন্য তোমার
আলিঙ্গনে .......
হায় ...হায় ..হায় ...প্রিয়
এখন মোর দিন কাটছে বেশ
বিষণ্ণতায় ........ কই
এখন আর ত তুমি
নও তুমিতে........
কোথায় তুমি .......?
আমি আছি .....
সেই ততলগহ্বরের
অদৃশ্য নির্জনতায় .........
প্রিয় তবু ভালোবাসি গো
তোমারে .................
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন