bengali poetry
মনোসৌন্দর্
আমার মনে দেখে নাকো সৌন্দর্য ,
তোমার
দেখেছিল মনের আধ্যাতিকতা ঠাঁই
খুঁজে বেড়াই মোর,
অভ্যন্তরীকতাই
গাছপালা গুলো উঁকি দিচ্ছে
সেই অদৃশ্য প্রেমাচ্ছিন্নতে
চলতি প্রেমের বসদে
আমি হতাম প্রজ্জ্বলিত।।
শুধু ঈশ্বর,আমি,তুমী নই
প্রাকৃতিকসৌন্দর্য ও মোর,
নিছক প্রেমের কাহিনী সই
তবে কি আজ আমি, একাকীর্ত!
সেই দিন যে এখন বিরত।
তা কি স্বপ্ন ছিল
প্রাসাদপুরী রাজকন্যার ।
কোনোদিনও বারী স্তদ্ধ হবে নাকো ,
আঁখির
যারে ফিরি অজ্ঞান ,
তুই যারে ফিরি বাসায়
পালিলাম জ্ঞাত সুখ,
পালিলাম কালে
মাতৃভাষার রুপখানি মোর প্রেম,
আজ পূর্ণখনিজালে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন