শনিবার, ৩০ জানুয়ারী, ২০২১

স্বার্থ

bengali poetry

        স্বার্থ

 দেবাশীষ মাহাত


শ্রেষ্ঠ বিশ্বমাঝারে
জন্ম মানবের।
নির্মম এই জাতি
নিজেকে বাঁচাতে পাতি।।

আজ তো অন্যান্য
ভাবনা অতীত।
স্বার্থ ছাড়া
মানব ব্যতীত।।

 মানব শ্রেষ্ঠ তবুও অন্ধ
এতে অনত্র জীবন বন্ধ।।
যাহা ধাবিত হয় তাহা উক্ত
মানব হয়েছে আজ ব্যক্ত।।

অন্তহীন মানব 
হও জাগরিত...…...
নির্মম,নিষ্ঠুর মানব
বিদায় হোক প্রথাগতিত।।

 

কোন মন্তব্য নেই:

( bengali poetry )পামর আমি

 পামর আমি দেবাশীষ মাহাতো   আমি       আজ ক্ষুদ্ধ হৃদয়ে          বদ্ধ মনে । আলোকিত করি তাহারে        নিঃস্বার্থে স্বচ্ছলে।। মধুর প্রেমের ন্যায়...