স্বার্থ
দেবাশীষ মাহাত
শ্রেষ্ঠ বিশ্বমাঝারে
জন্ম মানবের।
নির্মম এই জাতি
নিজেকে বাঁচাতে পাতি।।
আজ তো অন্যান্য
ভাবনা অতীত।
স্বার্থ ছাড়া
মানব ব্যতীত।।
মানব শ্রেষ্ঠ তবুও অন্ধ
এতে অনত্র জীবন বন্ধ।।
যাহা ধাবিত হয় তাহা উক্ত
মানব হয়েছে আজ ব্যক্ত।।
অন্তহীন মানব
হও জাগরিত...…...
নির্মম,নিষ্ঠুর মানব
বিদায় হোক প্রথাগতিত।।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন