বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২১

( bengali poetry )পামর আমি

 পামর আমি

দেবাশীষ মাহাতো


 আমি
      আজ ক্ষুদ্ধ হৃদয়ে
         বদ্ধ মনে ।
আলোকিত করি তাহারে
       নিঃস্বার্থে স্বচ্ছলে।।
মধুর প্রেমের ন্যায়
       জোরালো বাণী
কোথা থেকে খুঁজে আনি।।
      সে ধূলা মোড়াই
          নির্মম এক অন্তরে
ভেবে অঙ্গ জুড়ায় কাতরে।।
       প্রেম ফোটে উঠে
             কুলসিত ধোয়ায়
                    নরম দূর্বাঘাসেI
অন্তরে বেদম দোলা আসে।।
পামর আমি,
             নিঃস্বার্থে স্বজন হারায়
   স্বার্থে প্রিয়জনে ব্যাথ্যা ধরায়।।

         ( bengali poetry )পামর আমি

মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১

( bengali poetry ) নদী

  

    bengali poetry 

           নদী   

   দেবাশীষ মাহাত

        bengali poetry 1

বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২১

BengaliPoetry করোনা

       

    করোনা

দেবাশীষ মাহাতো


আজ বিশ্ববাসী আতঙ্কে
মরনকামড় মহামারির জলন্তে।।
   গৃহবন্দী লোকডাউনের নেশা 
সুন্দর মনোভূমিতে হয় অঙ্কিত ভাষা ।।
    এ এক ছন্দের জাদুকরী, 
মায়াময় প্রলেপ  বুননে ঠাসা ।।
    মালিকের বিকেল,
 লোকডাউন এও দৌড়ে বেড়ায়
আমার বিকেল, 
    গৃহবন্দী গ্রামের পাড়ায়।।
আবার ,
মালিকের বিকেল, সন্ধ্যে হলে ধোঁয়ায় মরে।
আমার বিকেল, সন্ধ্যে হলে পাখিরা ফিরে নীড়ে।।
মাতৃভূমির অধিক জনসংখ্যা 
না জানে লোকডাউন 
না জানে ভাইরাস।।
মৃত্যুতে জীবন্ত প্রায়
বিলিয়ে দিতে বিশ্বাস।
খাদ্যাতিরিক্ত মানুষ  আজ বেশি ক্ষুধার্ত।
অনন্থ ক্ষুধাতুরা আরহ করে আর্ত।।
বাস্তবে এদের না আছে অর্থ,
না আছে স্বার্থ ।।
এখন এরা আমাদের আড়ালে করে ইতস্তত ।।
বিনা যুদ্ধে, বিনা নোটিসে,
পুরো বিশ্ব আজ গৃহবন্দী।।
একেই বলে ঈশ্বরের লীলা
ভক্তি প্রেমে করুন মানুষ আজ ঈশ্বরের ভজনা।।
হৃদ আশায় আলো .......                
 ফুটুক কলি ।।
জীবনের ইতিবৃত্তে 
মহাকালের যাত্রায় 
বিশ্ববিধাতাকে দাও 
      অঞ্জলি ।।
          
BengaliPoetry করোনা

সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০২১

প্রহর

 bengali poetry              

           প্রহর     

        দেবাশীষ মাহাত

অলস সূর্য দেয় আমার ঘুম  ভাঙিয়ে ঘু

মের আলিস যায় স্তব্ধ হয়ে ।।

স্বপ্নে ভাসে সুন্দর সকাল

ঘুম থেকে ওঠায় হয় অকাল ।।

চোখে দেখে আর মনে চায় সবুজারণ্য

গাছপালা দেখে শুরু হয় প্রভাতের সভারণ্য ।।

অহেতুক বেলা বয়ে যায়

সময় বলে মাঠে আয় ।।

প্রহর গোনে প্রহর নামে

চোখ যায় বারে বারে অদৃশ্য আমে ।।

আসে এক জলসা দুপুর

তালেতালে বাজনা বাজে নুপুরের ।।

এতে তো আর মানে না মন

মোর খোঁজ নিতে আসে কয়জন ।।

পারি না আর বাড়িতে থাকতে

বাধ্যানচিত করে দুপুর আমায় রাখতে ।।

ভালো লাগে না আমার 

প্রাকৃতিক সৌন্দর্য ছাড়ার ।।

না দেখাতে তিক্তে তিক্তে কাটে মুহূর্তে

মোর বেলা যায় কবলানিতে ।।

আসে এক সুন্দর বিকেল

আমার মাঠে যাওয়ার প্রক্কেল ।।

প্রহরখানি কাটে  নানান বন্ধুকে নিয়ে

স্বপ্ন দেখে
ভীষণ আশা প্রত্যাশা দিয়ে ।।

নানান গাছগাছালি ঝোপের প্রাদুর্ভাব

আনন্দ রসদে মেতে ওঠে মনোভাব ।।

কেটে যায় আমোদ-প্রমোদের খেলাতে

প্রেম শুরু হয় গৌধুলি বেলাতে ।।

অপূর্ব সাংগতিক মূর্ছনায় আসে

চাঁদের আলোর সুভারম্ভে পৃথিবী হাসে ।।

আমার মন মেতে ওঠে মুগ্ধতাই

এক স্বর্গপুরী রাজকন্যার সহায়তাই ।।

 bageli poetry

( bengali poetry )পামর আমি

 পামর আমি দেবাশীষ মাহাতো   আমি       আজ ক্ষুদ্ধ হৃদয়ে          বদ্ধ মনে । আলোকিত করি তাহারে        নিঃস্বার্থে স্বচ্ছলে।। মধুর প্রেমের ন্যায়...